313643

করোনা নিয়ে গুজব, থানকুনির পাতা খাওয়ার হিড়িক!

সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন ধনী রাষ্ট্র এ ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে পারছে না। প্রতিষেধকের অভাবে করোনায় আক্রান্ত হয়ে প্রতি দিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু এলাকায় থানকুনি গাছের পাতা খাওয়ার হিড়িক লেগে গেছে।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে শেষ রাতে মহিলা, শিশু ও পুরুষরা থানকুনির পাতার সন্ধানে দৌড়াতে থাকে। কোন এক মাওলানা স্বপ্ন দেখেছেন ফজর নামাজের আযানের সময় ওযু করে তিন পিস থানকুনির পাতা খেলে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। ভিত্তিহীন এ খবর রাতের মধ্যে সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ রাত থেকে উক্ত গাছের পাতা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে।

এদিকে সকাল থেকেই বিভিন্ন ব্যক্তি বিষয়টি সবাইকে অবহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করতে থাকে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোজাফ্ফর হোসেন জানান, মানুষ বিভিন্নভাবে করোনা ভাইরাস নিয়ে গুজব ছাড়াতে পারে। তবে এসব বিষয়ের (থানকুনি পাতা) বৈজ্ঞানিক কোন ভিত্তি নাই। করোনা বিষয়ে আমাদের সচেতন থাকাটাই জরুরি।

ad

পাঠকের মতামত