313422

নতুন করে শক্তিশালী হয়েছে করোনা, ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নি’হত ১০০০

বিশ্বকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। চীনের পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালি ও ইরান। গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাসহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪। আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯০০ জন।

রবিবার (১৫ মার্চ) আরও জানা গেছে, স্পেনে ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৯৩ জন, ইতালিতে ১৭৭ জন। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় নি’হতের সংখ্যা ছাড়িয়েছে একহাজার। বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ছয় হাজার মানুষ, এর মধ্যে একহাজারই মারা গেছেন গত ২৪ ঘন্টায়। পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনা ভাইরাস নতুন করে শক্তিশালী হয়ে উঠছে।

ad

পাঠকের মতামত