312926

বাবার পথ ধরে অভিনয়ে ছেলে

বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্রের পর্দায় আলীরাজের অনবদ্য অভিনয় এদেশের সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার বাবা আলীরাজের পথ ধরে অভিনয়ে এসেছেন তারই ছেলে শরণ রাজ। বাবার ইচ্ছে ছিল চলচ্চিত্রের নায়ক হিসেবে ছেলের অভিষেক ঘটবে। তবে প্রথমে নাটকে কাজ করে নিজেকে পরিপক্ক করে তুলুক অভিনয়ে, এমনটাই প্রত্যাশা আলীরাজের।

এরই মধ্যে শরণ রাজ অভিনয় করেছেন নাটকে। আরটিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’র আজকের পর্বে দেখা যাবে শরণ রাজকে। এই পর্বের নাম ‘অতীত রজনী’। এটি নির্মাণ করেছেন তপু খান। ছেলের প্রথম অভিনীত নাটক দেখার অপেক্ষায় আলীরাজ।

এই অভিনেতা বলেন, ‘আমার ইচ্ছে ছিল ছেলেকে চলচ্চিত্রের নায়ক হিসেবে দেখার। কিন্তু তার আগে আমি চাই, শরণ নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে গড়ে তুলুক। যেহেতু আমাদের দেশে অভিনয় শেখার তেমন কোনো প্রতিষ্ঠান নেই। আমারই মতো আগে নাটকে অভিনয় করে, নিজেকে শরণ তৈরি করুক। তারপর না হয় চলচ্চিত্রে অভিনয় করবে।’

তিনি আরও বলেন, ‘নির্মাতা তপু খানের সঙ্গে আমার কথা হয়েছে। শরণ বেশ ভালো অভিনয় করেছে। আমারও বিশ্বাস শরণ ভালোই করবে। নিজের রক্ত বলে বলছি না, ওর প্রতি বিশ্বাস রেখেই বলছি।’

জানতে চাইলে শরণ রাজ বলেন, ‘আমার অভিনয়ে আদর্শ আমার বাবা। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে, নাটকে বাবার অভিনয় দেখে দেখে বড় হয়েছি। কিন্তু কোনোদিন অভিনয় করিনি। তপু ভাইয়ের নির্দেশনাতেই প্রথম নাটকে কাজ করলাম। আমি আমার চরিত্রটি বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে, নিজের মতো করে অভিনয় করেছি। আজকের পর্বটি দেখার অধীর অপেক্ষায় আছি আমি ও আমার পরিবার। আমি অভিনয়ে সবার সহযোগিতা চাই।’

নির্মাতা তপু খান জানান, ‘অতীত রজনী’ নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে।

উল্লেখ্য, শরণ এরই মধ্যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

ad

পাঠকের মতামত