312758

রুদ্ধশ্বাস বৈঠকে মুশফিকদের যা বললেন পাপন

মুশফিকুর রহিম, তামিম ইকবালদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর তাদের সঙ্গে কী আলাপ হয়েছে তা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের সঙ্গে আলাপে এখন থেকে যা-ই হোক তাকে জানাতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন তিনি। একটা বলে যেন আরেকটা না করা হয়, সেটিও বলে দিয়েছেন পাপন।

আজ বুধবার দুপুরে জিম্বাবুয়ে সিরিজের অনুশীলনের ফাঁকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে মুশফিক-তামিম-মুমিনুল হকের সঙ্গে বৈঠকে বসেন পাপন। তার আগে দলের কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও কথা বলেন বিসিবি বস।

বৈঠকের বিষয়ে পাপন বলেন, ‘তামিম, মুশফিক এবং মুমিনুলের সঙ্গে আমি বসেছি। বলেছি বিশ্বকাপ পর্যন্ত যা খেলেছ, আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, আরেকটা ম্যাচ জিততে পারলে অন্যরকম হতো।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘এরপর থেকে যে কটা খেলা হচ্ছে, বাংলাদেশ যে দল; আমরা চার বছর দেখে আসছি, কোনোভাবে মিল খাচ্ছে না। এটা নিয়ে ওদের সঙ্গে আলাপ করেছি। সব দলেরই ভালো-খারাপ সময় যায়। এখন আমাদের যে দল আছে, বিদেশে গিয়ে না জেতার কারণ নেই।’

এর আগে দলের ভেতর সিদ্ধান্ত কে নিচ্ছে, তা জানেন না বলে জানিয়েছিলেন পাপন। আজ তিনি বলেন, ‘এটা শুরু হয়েছে বিশ্বকাপের শেষ ম্যাচ থেকে। তারপর আফগানিস্তান সিরিজ পুরোটাই চেঞ্জ। আমি যা জানতাম, তার কিছুই হয়নি। যারা জীবনে ওপরে খেলেনি, তাদের ওপরে খেলানো হচ্ছে। এরকম একটা বড় পরিবর্তন।’

তাই এখন থেকে তাকে দলের ভেতর-বাইরের সব কিছু জানাতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আমি ঠিক করছি না- বেস্ট ইলেভেন কে হবে। আমি ঠিক করছি না- পিচ আমরা ব্যাটিং নেব নাকি বোলিং নেব। এই সিদ্ধান্তগুলো কোচ-অধিনায়ক ঠিক করুক। কিন্তু আমাকে যদি বলা হয় এই হবে ব্যাটিং সিকোয়েন্স কিন্তু গিয়ে দেখি উল্টো, সেটা যেনো আর না হয়। সেটা হতে পারবে না।’

বিসিবি কার্যালয়ে প্রায় ৩০ মিনিট ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

ad

পাঠকের মতামত