312028

ওমানের নতুন ডাকটিকিটে ‘ফিলিস্তিনের রাজধানী জেরুসালেম’

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম পবিত্র শহর জেরুসালেমের সম্মান ও প্রশংসা করে ‘ফিলিস্তিনের রাজধানী জেরুসালেম’ স্লোগানসহ একটি নতুন ডাকটিকিট চালু করেছেন ওমানের সুলতান।

স্থায়ী আরব কমিটি ফর পোস্টের সম্মিলিত সহযোগিতায় ফিলিস্তিনের পক্ষে আরব বিশ্বের সমর্থন নিশ্চিত করার লক্ষ্যে ওমান-পোস্ট থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওমান-পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মালিক আল বালুশি বলেছেন, ‘ফিলিস্তিনের পক্ষে সমর্থনকারী দেশগুলির মধ্যে ওমান সর্বাগ্রে রয়েছে। জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী এই বিষয়টিকে সমগ্র বিশ্ববাসীর কাছে একীভূত বার্তা হিসাবে পরিবেশন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।

আমাদের নতুন ডাকটিকিটে মসজিদে কুব্বাতুস সাখরার চিত্তাকর্ষক স্থাপত্যের নকশার সাথে গম্বুজটির সৌন্দর্য এবং জৌলুশকে চিত্রায়িত করা হয়েছে। আমরা আশা করি যে, যারা জেরুসালেম শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি আগ্রহী তারা সকলেই এই ডাকটিকিট গ্রহণ করবে এবং এটি পুরো বিশ্বে শান্তির বার্তা পৌছে দিবে। এর মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতার ও উন্নত ভবিষ্যতের কামনা করছি।’

ad

পাঠকের মতামত