310991

চীন থেকে ফিরল ৩১৬ জন, আটজনকে রাখা হলো হাসপাতালে

সরকারের বিশেষ ব্যবস্থায় চীনের ভাইরাস উপদ্রুত উহান থেকে ৩১৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সতর্কতা হিসেবে তাদেরকে হজ ক্যাম্পে ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হয়েছে।

এদের মধ্যে আটজনের শরীরে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকায় সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আর একজনকে নেওয়া হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে শনিবার বেলা ১১টার দিকে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহারিয়ার সাজ্জাদ বলেন, জ্বর থাকায় আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নেওয়া হয়েছে আশকোনো হজ ক্যাম্পে।

জানা গেছে, কোয়ারেন্টাইেন যাদের রাখা হয়েছে, তাদের কারও সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে না। সেনাবাহিনী ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবে।

চীন ফেরত নাগরিকদের আত্মীয়-স্বজনকে ক্যাম্পে ভিড় না করার অনুরোধ করেছেন সরকারি কর্মকর্তারা। প্রয়োজনে তারা এসব নম্বরে ফোন করে খবর জানতে পারবেন- ০১৯২৭৭১১৭৮৪; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯৩৭১১০০১১।

ad

পাঠকের মতামত