309078

নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

চলছে পৌষের শীত, এর মধ্যে গতকাল থেকে বৃষ্টি ঝরছে সারাদেশে। রাজধানীতে শৈত্যপ্রবাহ কমলেও বৃষ্টির হওয়ার কারণে সামান্য বেড়েছে ঠান্ডার তীব্রতা। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

শনিবার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, আগামী দু’দিনে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমে আসতে পারে। এতে আরও বলা হয় আগামী দুদিন পর থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এরপর ক্রমে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

ad

পাঠকের মতামত