309138

জীবন বাঁচাতে তরুণের কাছে দাবানলে পোড়া ক্যাঙ্গারু!

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ায় বনের আগুনে পোড়া প্রাণী জীবন বাঁচাতে লোকালয়ে চলে আসছে। দেশটির গণমাধ্যমে কয়েক দিন ধরে এমন হৃদয় বিদারক খবর আসছে।সম্প্রতি একটি ক্যাঙ্গারু তার পোড়া শরীর নিয়ে এক তরুণের কাছে সাহায্য চায়। মেট্রো জানিয়েছে, ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে। সেখানে এখন জরুরি অবস্থা চলছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই ৭ জন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।

দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস জানিয়েছেন, কোনো দুর্যোগ মোকাবিলার জন্য অস্ট্রেলিয়ার ইতিহাসে আগে কখনো এমন কাজ করতে হয়নি।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক ডজনেরও বেশি দাবানল।

ad

পাঠকের মতামত