307553

মুশফিকের তাণ্ডবে খুলনার বড় জয়

রানের পাহাড় টপকে টানা দ্বিতীয় জয় তুলে নিলো খুলনা টাইগার্স। রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। মাত্র ৪ রানের সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিক। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন খুলনা অধিনায়ক।

১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই খারাপ হয় খুলনার। দলীয় ২৫ রানের মধ্যে দুই ওপেনার শান্ত এবং রহমতুল্লাহ গুরবাজকে হারিয়ে বসে তারা। এরপর রাইলি রুশোকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৪২ রানে রুশো ফেরার আগে দলকে শক্ত অবস্থানে রেখে যান। ক্রিজে তখনও লড়ছেন মুশি। শামসুর রহমান এসে খেলে যান ২৯ রানের কার্যকরী ইনিংস।

শেষ চার ওভারে খুলনার জয়ের জন্য দরকার ছিলো ৩৬ রান। ১৭তম ওভারে অধিনায়ক আন্দ্রে রাসেল বল করতে এসে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন শামসুর রহমানকে। মুশফিকুর হিমকে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি ফ্রাইলিঙ্ক। পরের ওভারে ফরহাদ রেজার ওপর চড়াও হন ফ্রাইলিঙ্ক। তুলে নেন ১৪ রান। দলের জয়ের জন্য যখন দরকার ২ রান। মুশির সেঞ্চুরি পূরণ হতে দরকার তখন ৪। কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে শোয়েব মালিকের তালুবন্দী হন তিনি। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে ভুল করেননি ফ্রাইলিঙ্ক।

এর আগে শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী রয়্যালস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় তারা। এর আগে আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ঢাকা প্লাটুনের। সিলেট থান্ডারের বিপক্ষে ১৮২ রান করেছিলো তারা। আজ সেটি চলে যায় রাজশাহীর দখলে যা পরে টপকে যায় খুলনা।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই রাজশাহীকে চেপে ধরেন পেসার মোহাম্মদ আমির। হার্ডহিটার হজরতুল্লাহ জাজাইকে ফেরান তিনি মাত্র ১ রানে। আরেক ওপোনার লিটন দাসকে ১৯ রানে ফেরান রবি ফ্রাইলিঙ্ক। আফিফ হোসেনও বেশিক্ষণ স্থায়ী হননি। শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ১৯। তবে ৫০ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান শোয়েব মালিক। এরপর শেষ দিকে ২৬ বলে ৪০ রানের ঝড় তুলে বিশাল সংগ্রহ এনে দেন রবি বোপারা।

বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচায় ২টি উইকেট তুলে নেন মোহাম্মদ আমীর।

স্কোর:
রজাশাহী রয়্যালস: ১৮৯/৪ (২০)
লিটন দাস ১৯ (১৬)
হজরতুল্লাহ জাজাই ১ (৫)
আফিফ হোসেন ১৯ (১৭)
শোয়েব মালিক ৮৭ (৫০)
রবি বোপারা ৪০* (২৬)
আন্দ্রে রাসেল ১৩* (৬)

বোলার
মেহেদী হাসান ২-০-১৭-০
মোহাম্মদ আমীর ৪-০-৩৬-২
রবি ফাইলিঙ্ক ৪-০-২৯-১
শফিউল ইসলাম ৪-০-৩৮-০
শহিদুল ইসলাম ৪-০-৩৫-১
আমিনুল ইসলাম ২-০-৩০-০

খুলনা টাইগারর্স
নাজমুল হোসেন শান্ত ০ (২)
রহমতুল্লাহ গুরবাজ ৭ (৪)
রাইলি রুশো ৪২ (৩৫)
মুশফিকুর রহিম
শামসুর রহমান

বোলার
আন্দ্রে রাসেল
কামরুল ইসলাম রাব্বি
আফিফ হোসেন ৩-০-২৪-১
আবু জায়েদ রাহি
শোয়েব মালিক
রবি বোপারা
অলক কাপালি ৩-০-৩১-০
তাইজুল ইসলাম

ad

পাঠকের মতামত