307172

প্রি-ওয়েডিং ফটোশুটেই ভাঙছে বেশিরভাগ বিয়ে!

আন্তর্জাতিক ডেস্কঃ চলছে বিয়ের মৌসুম। একের পর এক বিয়ের ডেট। আর সোশ্যাল মিডিয়ার যুগে দিতেই হবে একের পর এক ঝা চকচকে ছবি। না হলে কি আর মান রক্ষা হবে! কী ভাবছেন! প্রি-ওয়েডিং শুট করে ফেলবেন এবার!

তবে বিয়ের আগে হবু বর-কনেকে নিয়ে যে প্রি-ওয়েডিং ফটোশুট করা হয়, তা নিষিদ্ধ করা উচিত বলে জানিয়েছেন ভারতের ভোপাল মধ্য প্রদেশের মন্ত্রী পিসি শর্মা।

তিনি বলেন, এই সব ফটোশুট আমার সংস্কৃতিবিরোধী। সামাজিক নিয়ম বহির্ভূত এমন রীতি সাধারণ মানুষই আর পছন্দ করছেন না। বিয়ের আগের সব নিয়ম মেনে চললেই টিকবে বিয়ে অর্থাৎ বিয়ের ভাঙার জন্য প্রি ওয়েডিং ফটোশুটই দায়ী।

এদিক, ভোপালে বসবাসকারী গুজরাতি, জৈন এবং সিন্ধি পরিবারের সদস্যরা প্রি-ওয়েডিং ফটোশুট বন্ধের ডাক দিয়েছে। তাদের এই পদক্ষেপ অত্যন্ত বিতর্কিত বলেই মনে করছেন অনেকে। গত বছর ছত্তিশগড়ের সিন্ধি এবং মাহেশ্বরিদের মধ্যে প্রি ওয়েডিং শ্যুট বন্ধের নীতি গৃহীত হয়েছে৷

ad

পাঠকের মতামত