307150

পুত্রবধূর বিয়ে দিলেন শ্বশুর, বললেন এটা আমার কর্তব্য

কর্তব্যের দায় এড়িয়ে যেতে পারাটা কাপুরুষতা ছাড়া আর কিই হতে পারে? ছেলে মারা যাবার পর তাইতো নিজের দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে পারেনি ভারতের এক ব্যাক্তি। অল্পবয়সি পুত্রবধূ আর নাতির ভবিষ্যত নিয়ে চিন্তায় ছিলেন তিনি। অবশেষে চিন্তামুক্ত হতে পুত্রবধূর বিয়ে দিলেন ভারতের দুর্গাপুরের ডিপিএল কলোনির অজয় শাসমল। অজয় বলেন, ‘এটা আমার কর্তব্য ছিল।’

অজয় পেশায় ব্যাবসায়ী। মুদির দোকানসহ মিনিবাসও রয়েছে তার। প্রায় ৭ বছর আগে তার ছোট ছেলে গৌতমের সঙ্গে দেবশ্রী মাইতির বিয়ে হয়। তাদের একটি ছেলেও হয়। বিয়ের বছর তিনেকের মাথায় গৌতমের অস্বাভাবিক মৃত্যু হয়। ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন দেবশ্রী। অজয়বাবু বলেন, ‘আমার সঙ্গে সঙ্গে আমার বৌয়েরও বয়স হচ্ছে। তাই আমার পরে দেবশ্রী আর নাতির কী হবে, সে চিন্তা হতো। শেষে ঠিক করি, দেবশ্রীর বিয়ে দেব।’ উপযুক্ত পাত্রের খোঁজ শুরু হয়। যোগাযোগ হয় দুর্গাপুরেরই করঙ্গপাড়ার বাসিন্দা সন্তোষের সঙ্গে। পরে তার সঙ্গেই দেবশ্রীর বিয়ের প্রস্তাব দেন অজয়বাবু। এ বিষয়ে সন্তোষ বলেন, ‘গোটা ব্যাপারটা শুনে রাজি হয়ে যাই।’ দু’পক্ষের যোগাযোগ বাড়ে। বিয়েতে রাজি হন দেবশ্রীও। তিনি বলেন, ‘বাবা যা করবেন, আমাদের ভালোর জন্যই করবেন, এ বিশ্বাস ছিল।’

ad

পাঠকের মতামত