307166

ইয়েমেনে প্রতিদিন মারা যাচ্ছে ১০০০ শিশু!

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি শিশু মারা যাচ্ছে। বৃহস্পতিবার ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতায়েক্কালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

জানা যায়, সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না। ফলে শিশুদের প্রাণহানির ঘটনা বেড়েই চলছে।

হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রে সামরিক বাহিনীর সদস্যরা সরাসরি হামলা চালাচ্ছে। স্বাস্থ্য সেবার এমন ভয়াবহ অবস্থার কারণে এ পর্যন্ত দেশটিতে ছয় হাজার নারী গর্ভকালীন ও প্রসব সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন।

যুদ্ধের ফলে ইয়েমেনের চিকিৎসা সরঞ্জামের ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ কাজে বাধা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন সেনারা।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরু থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।

ad

পাঠকের মতামত