306512

আইপিএল-কে ‘না’ বলে দিল মুশফিক

স্পোর্টস ডেস্কঃ আগামী বছর শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এই আসরকে সামনে রেখে প্রথমবারের মতো হায়দরাবাদ পরিবর্তে কলকাতায় হবে ক্রিকেটারদের বেচা-কেনা। এবারের আইপিএলে বিদেশি ২৫৮ জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে আছেন ছয় ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের ৬ ক্রিকেটার। কিন্তু এই তালিকায় নেই দলের অন্যতম উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

জানা গেছে আইপিএল খেলবেন না বলে তিনি লেখাননি। আর এই কারণে নিলামে তার নাম উঠেনি।

এবারের আইপিএলের নিলামে উঠতে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন যে ৬ ক্রিকেটার, তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। মুশফিক নাম না দেয়ায় তাদের হাতুড়ির নিচে রাখা হতে পারে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

এই ৬ জনের মধ্যে তামিম আর মোস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তামিম ২০১২ খ্রিষ্টাব্দে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি।

মোস্তাফিজ ২০১৬ ও ২০১৭ খ্রিষ্টাব্দে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। আর ২০১৮ খ্রিষ্টাব্দে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতান তিনি। এবার দেখার বিষয়, টাইগারদের নতুন কারো আইপিএল পরখ করার সুযোগ হয় কি না।

২০২০ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। খরচ বাঁচাতে এবার ছেঁটে ফেলা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। নতুন বছরের তুমুল ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যেতে পারে ৯ দলের লড়াই।

ad

পাঠকের মতামত