306344

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএসএফের গুলিতে আহত আবুল হাসেম নামে বাংলাদেশি এক যুবক মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান তিনি। আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ও উপজেলার নারায়ণপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদৎ হোসেন।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন আবুল হাসেম। কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ান বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে আবুল হাসেমসহ ৪/৫জনের একটি দল গরু আনার জন্য আন্তর্জাতিক সীমানা পিলার-১০৩৯ এর পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তাল মারী এলাকার ২০০ গজ ভেতরে যান।

এ সময় সয়তালমারী ক্যাম্পের বিএসএসফ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হন হাসেম। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে গোপনে রমেক হাসপাতালে ভর্তি করে। কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানান, রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad

পাঠকের মতামত