306427

পেঁয়াজ আমদানির ব্যাপারে ভারতের ওপর ভরসা করা ঠিক হয় নি: কৃষিমন্ত্রী

পেঁয়াজ আমদানির ব্যাপারে ভারতের ওপর ভরসা করা ঠিক হয় নি। গত মৌসুমে কৃষকের পেঁয়াজ ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমরা আমদানির ব্যাপারে ভারতের ওপর ভরসা করেছিলাম। ভারত যে হঠাৎ রপ্তানি বন্ধ করে দেবে তা আমরা বুঝতে পারি নি। এ ব্যাপারে পর্যালোচনা করে আগেই বিকল্প ব্যবস্থা নেয়া দরকার ছিল।

এসব বলেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সারের দাম কমানোর কথাও ঘোষণা করেন।

তিনি বলেন, “এখন কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মুল্য প্রতিকেজি ২৫ টাকা হতে কমিয়ে ১৬ টাকা এবং ডিলার পর্যায়ে প্রতিকেজি ২৩ টাকা হতে কমিয়ে প্রতিকেজি ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

” সারের দাম কমানোয় সরকারকে অতিরিক্ত ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে তিনি বলেন, “প্রতি বছর সরকার কৃষি কাজের সারে কৃষকদের সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।”

ad

পাঠকের মতামত