306419

এক ফোঁটা রক্ত বলে দেবে আপনি ক্যান্সার আক্রান্ত কিনা

ক্যান্সার শনাক্ত ও ক্যান্সারের চিকিৎসা উভয়ই অত্যন্ত খরচবহুল। এবার জাপানের তোশিবা কোম্পানি এমন একটি মেশিন আবিষ্কার করেছে যেটা দিয়ে মাত্র ১৮০ ডলারেই পরীক্ষা করা যাবে ক্যান্সার, লাগবে মাত্র এক ফোঁটা রক্ত। মেশিনটি বাণিজ্যিজভাবে বাজারে আসবে আগামী বছর।

এই মেশিন ব্যবহার করে যেসব ক্যান্সার নির্ণয় করা যাবে তার মধ্যে অন্যতম গ্যাস্ট্রিক, খাদ্যনালী, লিভার, পিত্তথলি, অগ্নাশয়, বাওয়েল বা অন্ত্র, গর্ভাশয়, মূত্রথলির গ্রন্তি, মূত্রথলি, স্তন ক্যান্সার, সারকোমা ও গ্লিওমা ক্যান্সার। এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তা হলো ক্যান্সারের চিকিৎসার চেয়ে তা আগেভাগে সনাক্ত করিয়ে প্রতিকার নেয়া উত্তম।

ad

পাঠকের মতামত