306285

মধুর ক্যান্টিনে প্রতিবন্ধীদের জন্য ‘ঢালু পথ’ বানালো ছাত্রলীগ

বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীদের জন্য প্রবেশযোগ্য করার উদ্দ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের। মঙ্গলবার এরই ধারাবাহিকতায় মধুর ক্যান্টিনে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ব্যবহার উপযোগী ‘ঢালু পথ’ তৈরী করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীদের প্রবেশেযোগ্য করে তোলার জন্য স্ব স্ব ইউনিটকে নির্দেশনা প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবার সংগঠন এখানে সবাইকে সমান গুরুত্বের সাথে দেখা হয় আর তাই আমাদের যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের সুবিধার জন্য দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য ‘ঢালু পথ’ বানবো আর এর শুভসূচনা করা হবে আগামীকাল মধুর ক্যান্টিনে ঢালুনপথ তৈরীর মাধ্যমে।

ad

পাঠকের মতামত