306279

আদালতে নিয়ে সুরক্ষা না দিয়ে ধ’র্ষ’কদের প্রকাশ্যে ফাঁ’সি দেওয়া উচিত : মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : হায়দরাবাদের মহিলা পশু চিকিত্‍সককে ধ’র্ষ’ণের পর খু’ন করে দেওয়ার ঘটনায় রাজ্য সভার সাংসদ জয়া বচ্চন আগেই সরব হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, অভিযুক্তদের প্রকাশ্যে ফাঁ’সি দেওয়া হোক। সোমবার তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী রাজ্য সভার সাংসদ জয়া বচ্চনের সঙ্গে সহমত পোষণ করেন।

মিমি বলেন, ‘‌আমি তার সঙ্গে একমত। আমি মনে করি না ধ’র্ষ’কদের সুরক্ষা দিয়ে আদালতে নিয়ে গিয়ে বি’চা’রের জন্য অপেক্ষা করা। সঙ্গে সঙ্গে তাদের শা’স্তি দেওয়া উচিত। ধ’র্ষ’কদের শা’স্তি দিতে যতটা সময় অতিবাহিত হয়, সেই সময় আ’ক্রা’ন্তের পরিবারেরও খুব খা’রা’প অনুভূতি হয়। তাই যত দ্রুত সম্ভব এইসব দো’ষীদের শা’স্তি দেওয়া দরকার।’‌

সোমবার জয়া বচ্চন হায়দরাবাদের ঘটনা নিয়ে অ’ত্য’ন্ত বি’র’ক্তি প্রকাশ করে জানান যে তেলেঙ্গনা খু’ন ও ধ’র্ষ’ণের জন্য অভিযুক্তদের সঠিক বিচার হলো তাদের প্রকাশ্যে ফাঁ’সি দেওয়া হোক। গত সপ্তাহে মহিলা পশু চিকিত্‍সককে ধ’র্ষ’ণ করে জী’ব’ন্ত পু’ড়িয়ে দেওয়া হয়। তার দ’গ্ধ দেহ উ’দ্ধা’র হয় রঙ্গা রেড্ডি জেলার প্রত্যন্ত এলাকা থেকে। সাইবারাবাদ পুলিশ অ’ভিযু’ক্ত চারজনকে গ্রে’ফ’তা’র করে।

সাংসদ মিমি এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‌আমি সকলের কাছে ও এ সংক্রান্ত মন্ত্রনালয়ের মন্ত্রীদের কাছে আবেদন এবং অনুরোধ করব যে ধ’র্ষ’ণ ও শ্লী’ল’তাহা’নির বি’রু’দ্ধে ক’ড়া আইন নিয়ে আসা হোক।’‌

ad

পাঠকের মতামত