306198

বিয়ের প্রলোভন দেখিয়ে অপরাধী ধরলো পুলিশ

বছর ধরে দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। চুরি, ডাকাতি ও মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে বিয়ের প্রস্তাবে সাড়া দিয়ে পুলিশের হাতে ধরা খেল বেচারা অপরাধী। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডতে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার বালকিষাণ চৌবে উত্তরপ্রদেশের বিজোরি গ্রামের বাসিন্দা বালকিষাণ চৌবে।

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, বালকিষাণ চৌবেকে গত এক বছর ধরে খুঁজছিল পুলিশ। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১০ হাজার টাকা। গত আগস্টে মধ্যপ্রদেশের নওগাঁওতে এক ব্যক্তিকে হত্যার পর পালিয়ে যান বালকিষাণ চৌবে। এ ছাড়া রয়েছে চুরি, ডাকাতি ও মারধরের একাধিক অভিযোগ। বারবার চেষ্টা করেও পুলিশ তাকে ধরেতে পারছিল না। এরপরই বালকিষাণকে ধরতে ফাঁদ পাতা হয়। বুন্দেলখণ্ডের এক নারী পুলিশ সদস্য বালকিষাণের সঙ্গে যোগাযোগ করেন। আলাপ জমিয়ে বিয়ের প্রস্তাবও দেন। ফাঁদে পা দেন বালকিষাণ। এরপর বিজোরি গ্রামের একটি মন্দিরে বিয়ের জন্য উপস্থিত হন বালকিষাণ। আর তখনই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ad

পাঠকের মতামত