305802

পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় সাংসদ!

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের মত ভারতেও পেঁয়াজের আগুন দাম নিয়ে নাভিশ্বাস ওঠছে সাধারণ মানুষের। এমন অবস্থায় বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডি’র এক সাংসদ পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান। বুধবার সাংসদ শিবচন্দ্র রাম পেঁয়াজের দাম না কমায় প্রতিবাদ জানাতেই এই কাজ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পেঁয়াজের দাম কোথাও কেজি প্রতি ৮০ টাকা। আবার কোথাও একশ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ায় নাভিশ্বাস ওঠছে আমজনতার। বাগে আনতে সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তাতে ফল কিছুই হয়নি। উল্টে ঝাঁজ আরো বেড়েছে পেঁয়াজের। পেঁয়াজের দাম বাড়ায় বুধবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান আরজেডি’র বিধায়করা।

পেঁয়াজের মালা পরে বিধায়ক শিবচন্দ্র রাম বলেন, এর আগে ৫০ টাকা কেজি পেঁয়াজ ছিল। যা কোথাও ৮০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাজারে গিয়ে ১০০ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে এসেছি।

বিধানসভায় ঢোকার আগে শিবচন্দ্র রাম বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন। আমার দাবি, গরিবদের জন্য ১০ টাকা প্রতি কেজি মূল্যে পেঁয়াজ দিক সরকার।

ad

পাঠকের মতামত