305580

শামীর কাছ থেকে যে ‘টিপস’ নিয়েছেন রাহী

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দুটি ম্যাচই শেষ। টাইগারদের হারের জন্য বিরাটদের খেলতে হয়েছে মাত্র একটি করে ইনিংস। ব্যাটিংয়ে বাংলাদেশের প্রাপ্তি বলতে শুধু মুশফিকুর রহীম। প্রত্যাশানুযায়ী খেলতে না পারলেও তিনি লড়াই করেছেন উভয় টেস্টেই। তবে ব্যাটসম্যানদের তুলনায় ভালো করেছেন পেসাররা। ইন্দোরে প্রথম টেস্টে আবু জায়েদ রাহীর পর দিবারাত্রির ইডেন টেস্টে তিন পেসারই ভালো বোলিং করেন। গোলাপি বল বেশি সুইং করায় রাহী মনে করেন এটা তাদের জন্য ভালো। ভবিষ্যতে আরও ভালো খেলবে বাংলাদেশ বলেও মন্তব্য তার।

আজ সোমবার টিম হোটেলে রাহী বলেন, ‘অবশ্যই ভালো। যেহেতু বলটা একটু সুইং করে, আমাদের জন্য ভালো; পেস বোলারদের জন্য স্পেশালি ভালো। এটা থেকে আমরা একটা ভালো শিক্ষা নিয়েছি। আশা করি, ভবিষ্যতে টেস্টগুলো আরও ভালো হবে।’

ইডেন গার্ডেনসে গোলাপি বলে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে জ্বলে উঠেছিলেন পেসাররা। লাঞ্চ বিরতি থেকে এসে ভারতের ৫৮ রানের ব্যবধানে বিরাট কোহলির উইকেটসহ ভারতের পাঁচটি উইকেট তুলে নিয়েছিল। তা দেখেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন ভারত অধিনায়ক। এই সফরে টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রাহী। প্রথম টেস্টে চার ও দ্বিতীয় টেস্টে নিয়েছেন দুটি।

রাহী জানান তিনি মোহাম্মদ শামীর সঙ্গে সময় কাটিয়েছেন। তার থেকে টিপস নিয়েছেন। রাহীর মতে তারা দুজনেই সুইং করান তাই তার থেকে টিপস নেওয়া। রাহী বলেন, ‘শামী ভাইয়ের সাথে কথা হয়েছে অনেক সময় আধাঘণ্টার মতো প্রায়। অনেক কিছু টিপস দিয়েছেন। বলছে চেষ্টা করো। আর ইনশাআল্লাহ ভালো হবে।’

‘ফিটনেস নিয়ে উনি বেশি জোর দিয়েছেন, যেহেতু পেসবোলার; ফিটনেস ভালো হলে অনেক সময় ভালো বোলিং করা যায়। ফিটনেস নিয়ে বেশি জোর দিছেন উনি’, শামীর দেওয়া টিপস নিয়ে এভাবেই বলছিলেন রাহী।

প্রথম টেস্টে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় টেস্টে তিন উইকেট নিয়েছেন এবাদত হোসেন। আল আমীন প্রথম টেস্টে খেলেননি, দ্বিতীয় টেস্টে তিনিও তিন উইকেট নিয়েছেন। পেস বোলিংয়ে তারা নিজেদের উন্নয়নে তারা নিজেদের মধ্যে কাজ করেন বলে জানিয়ে রাহী বলেন, ‘আমি পেস ডিপার্টমেন্ট নিয়ে বলব, পেস ডিপার্টমেন্টে আমরা এটা নিয়ে কাজও করি। ফল আসতে একটু সময় লাগবে। বাট আসবে ইনশাআল্লাহ। আমরা মানে নিজেদের স্কিল ডেভেলপ করার নিয়ে চেষ্টা করি। এটা নিয়ে চেষ্টা করব। যেহেতু বিপিএল আসবে, বিপিএল এর পর।’

এ সময় রাহীর কণ্ঠে আক্ষেপ ঝরে যদি আরও ভালো বোলিং করতে পারতেন। ‘আমরা যদি আরেকটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে হয়তো টিমের জন্য আরেকটু ভালো হয়তো।’

দুদিন আগেই টেস্ট শেষ হয়ে যাওয়ায় হোটেলে অলস সময় পার করছেন মুশফিকরা। ছয়জন ইতিমধ্যে মধ্যে ঢাকা চলে গেছে। আল আমীন, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাঈম হাসান ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কলকাতা ত্যাগ করেছেন। স্কোয়াডের বাকি সদস্যরা ২৭ তারিখ দেশের উদ্দেশে রাওয়ানা দেবেন।

ad

পাঠকের মতামত