305463

শেখ হাসিনাকে ‘সুইং’ বোঝালেন শচীন

ইডেনে ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ভারতের টেস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারও ছিলেন ঐতিহাসিক এই আয়োজনে। ক্লাব হাউসের সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে খেলার এক ফাঁকে দেশটির এক সাংবাদিকের সঙ্গে কথা হয় শচীন টেন্ডুলকারের দুপুরে হাত নেড়ে নেড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কী বোঝান তিনি জানতে চাইলে জবাবে হেসে ফেলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তী। শচীন বলেন, উনি (বাংলাদেশ প্রধানমন্ত্রী) গোলাপি বলের বিশেষত্ব জানতে চান। সেটাই বোঝানোর চেষ্টা করি। বলি, এতে সুইং বেশি করে। কেন করে, কী কারণে করে বলার প্রয়াস চালিয়েছি। সর্বোপরি, উনাকে সুইংটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি।

গোলাপি বলের টেস্টের পক্ষে বাজি ধরে শচীন বলেন, কে কী বলছে জানি না। আমার মতে, গোলাপি বলই টেস্টের ভবিষ্যৎ। এত মানুষ এসেছে দিবারাত্রির টেস্ট দেখতেই। খেলা দেখতে ইডেনে অবশ্য সবসময় দর্শক আসে। তবে টেস্টের ভবিষ্যৎ গোলাপি বলেই। যেকোনো ক্ষেত্রে ভালো করতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। অন্যথায় সেটা চলবে না। টেস্টের নতুনত্ব গোলাপি বল। স্পষ্ট ভাষায় শচীন বুঝিয়ে দিলেন যে, গোলাপি বল নিয়ে বিরাট কোহলির চিন্তা ভুল। ভারতীয় অধিনায়ক কোহলি মনে করেন গোলাপি বল টেস্টের ভবিষ্যত নয়। গোলাপি বলে সাদা সাইট স্ক্রিনের পরিবর্তে কালো স্ক্রিন ব্যবহার করা উচিত? উত্তরে শচীন বলেন,আমার পক্ষে এটা বলা মুশকিল। আমি কখনো গোলাপি বলে খেলিনি। কথা বলতে বলতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির বক্সে ঢুকে পড়েন সেঞ্চুরির সেঞ্চুরিয়ান। সেখানে আগে থেকেই ছিলেন কিংবদন্তি মেরি কম, পি ভি সিন্ধু, সানিয়া মির্জা, অনিল কুম্বলেরা।

ad

পাঠকের মতামত