305469

পু’রুষাঙ্গের ন্যাড়া মাথায় মুকুট পরানোর আরেক নাম ধ’র্ষণ: তসলিমা

ধ’র্ষণের সঙ্গে পিতৃতান্ত্রিকতার যোগসূত্র আছে বলে মনে করেন ভারতে নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তার মতে, অধিকাংশ ধ’র্ষকই কেবলমাত্র যৌন ক্ষুধা মেটাতে নয়, বরং তারা পেশির জোরে পুরুষতন্ত্রের বড়াই জাহির করতে ধ’র্ষণ করে। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটো স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকদের জন্য তার লেখাটি হুবহু তুলে ধরা হলো:

‘ধ’র্ষণের সঙ্গে যৌন সঙ্গমের সম্পর্ক আছে। কিন্তু ধ’র্ষ’ণ মানেই যৌন সঙ্গম নয়। অধিকাংশ ধ’র্ষক যৌন-ক্ষুধা মেটানোর জন্য ধ’র্ষণ করে না। প্রায় সব ধ’র্ষকেরই স্থায়ী যৌনসঙ্গী আছে। ধ’র্ষণ নিতান্তই পেশির জোর, পুরুষের জোর। মোদ্দা কথা, পিতৃতান্ত্রিক সমাজের পরম পূজনীয় পুরুষাঙ্গের ন্যাড়া মাথায় মুকুট পরানো বা বিজয় নিশান ওড়ানোর আরেক নাম ‘ধ’র্ষণ।’

ad

পাঠকের মতামত