303823

ড্রাগন মশার কয়েলকে ৩ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করে আসছে রাজধানীর কেরানীগঞ্জের সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়ে প্রতিষ্ঠানটির অবৈধ কর্মকাণ্ড। বিএসটিআই থেকে গুণগত মান যাচাই না করে কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্পনগনীতে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এ ছাড়া বিপুল পরিমাণ বিএসটিআইয়ের মান চিহ্নযুক্ত মশার কয়েলসহ কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএসটিআই।

ad

পাঠকের মতামত