303548

নদীতে ভাসছে টাকা, মানুষের উপচেপড়া ভিড় (ভিডিও)

বগুড়ার শাহজাহানপুরে সড়কের পাশে বস্তা ভর্তি টাকা পাওয়ার রেশ না কাটতেই জেলার করতোয়া নদীতে টাকা ভেসে উঠেছে । এ খবর পেয়ে টাকা দেখতে নদীর পাড়ে মানুষের উপচেপড়া ভিড় লেগে রয়েছে।
সোমবার রাত ১০টায় বগুড়া সদরের চেলোপাড়া ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।

চেলোপাড়ার বাসিন্দা যুবক কাইলা বলেন, নদীর উপর থাকা ব্রিজের নীচে টাকা ভেসে যেতে দেখি। পরে পানিতে নেমে কিছু টাকা উদ্ধার করেছি। যার পরিমাণ প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। সেখানে ১০ টাকা থেকে ১০০ টাকার নোট রয়েছে।

স্থানীয় বাবলু মিয়া বলেন, চেলোপাড়ার প্রায় ২০০ ব্যক্তি পকেটমার রয়েছে। রাতে নদীর তীরে জুয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতে পারে। সেই ঘটনায় টাকাগুলো কেউ পানিতে ফেলতে পারে। তাই টাকা ভেসে যাওয়ার গুজব ছড়িয়েছে।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আর কে বি রেজা জানান, নদীতে টাকা ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে পরিমাণে টাকা অনেক কম। চেলোপাড়া ব্রিজের উত্তরে খুব কাছেই রেল ব্রিজ থাকায় কারো কাছ থেকে নদীতে টাকা পড়ে যেতে পারে।

টাকা ভাসছে চেলোপাড়া করতোয়া নদীতে নদীতে ঝাঁপিয়ে পড়ে 100 টাকার একটি নোট পেয়ে খুশিতে আত্মহারা রাশেদ নদীর পাড়ে জনতার উপচে পড়া ভিড়।

Posted by Rahim Newsbogra on Monday, 14 October 2019

ad

পাঠকের মতামত