303639

দুই বছরের শিশুর চিকিৎসায় পশুর ওষুধ ব্যবহার!

পিরোজপুরের মঠবাড়িয়ায় আয়েশা নামে দুই বছরের এক শিশুকে পশুর কৃমিনাশক ওষুধ দিয়ে অপচিকিৎসা করার দায়ে কামাল তালুকদার (৫২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার মিরুখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার কারায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর মিরুখালী গ্রামের লাইলী বেগম নামে এক গৃহবধূ মিরুখালী বাজারের তালুকদার ফার্মেসিতে গিয়ে তার দুই বছরের কন্যা সন্তানকে কৃমি ট্যাবলেট খাওয়ানো যায় কি-না জানতে চান? এ সময় ওই ফার্মেসির মালিক কামাল তালুকদার তাকে রেনাডেক্স ভেট নামে একটি ট্যাবলেট খাওয়ানোর জন্য দেন। শিশুটির মা লাইলী বেগম ওই ট্যাবলেটের অর্ধেক খাওয়ানোর পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরের দিন বুধবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক অসুস্থতার কারণ জিজ্ঞেস করলে ওই ট্যাবলেটের বাকি অংশ দেখান। এসময় কর্মরত চিকিৎসক ওই ট্যাবলেট মানুষের নয়, পশুর কৃমিনাশক ট্যাবলেট বলে নিশ্চিত করেন। হাসপাতালে সাতদিন চিকিৎসার পর সোমবার শিশুটিকে নিয়ে তার মা বাড়ি যায়।

এ ঘটনায় ওই শিশুটির মা লাইলী বেগম মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীর দোকানে গেলে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করায় এ দণ্ড দেওয়া হয়। সূত্র-সমকাল

ad

পাঠকের মতামত