303379

বুয়েট ছাত্র আবরারের খুনিদের বিচার চেয়ে একাই রাস্তায় নেমে পড়লেন তিনি

আফেন্দী নুরুল ইসলাম অধ্যাপক ছিলেন ময়মনসিংহের নান্দাইলে অবস্থিত শহীদস্মৃতি আদর্শ কলেজের। অবসর নিয়েছেন প্রায় এক যুগ আগে। এখনও সবার কাছে তিনি প্রিয় ‘আফেন্দী স্যার’। সারাজীবন তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছেন।

বয়সের ভারে ন্যুব্জ হলেও এখনও থেমে নেই তার প্রতিবাদ। প্রতিবাদ করতে একাই তিনি নেমে পড়েন রাস্তায়। রোববারও তিনি তাই করলেন। বুয়েটের ছাত্র আবরার ফাহাদের খুনিদের বিচার চেয়ে একাই রাস্তায় নেমে পড়েন। হাতে প্ল্যাকার্ড নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে বেড়িয়েছেন। এ সময় লিফলেটও বিতরণ করেছেন তিনি। চার ঘণ্টা বিভিন্ন সড়কে ঘুরে বেড়িয়েছেন তিনি।

অধ্যাপক আফেন্দীর প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘বুয়েট ভিসির পদত্যাগ চাই। ছাত্র রাজনীতি বন্ধ হবে কেন? বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ছাত্ররাই তো বাংলাদেশ স্বাধীন করেছিলাম। দীর্ঘ দিনের বেঠিক শিক্ষা পদ্ধতি, পরীক্ষা কেন্দ্র আর কোচিং সেন্টারের দুর্নীতির কারণেই অধিকাংশ তরুণের ভালো-মন্দ বিষয়ে জ্ঞান অর্জিত হচ্ছে না। তারা অভদ্র, মানবতাবিবর্জিত ও দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে। তাই আজ দুর্বৃত্ত দানবে ভরে গেছে বাংলাদেশ।’

তিনি আরও লিখেছেন, ‘অকারণে মানুষ খুন করা যাবে না। কিয়ামতের দিন খুনিদের বিচার হবে। কোরআন-হাদিসের ভাষ্য এমনই। ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে- এমন উত্তেজনার কথা ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা নিশ্চয়ই অনুচিত। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। তাই ভারতের কাছে আমরা অকৃতজ্ঞ হতে পারি না।’

নান্দাইল সদরের সমূর্ত্ত জাহান মহিলা কলেজের শিক্ষক অরবিন্দ পাল অখিল বলেন, ‘আফেন্দী স্যার সবার মনের কথাটি প্রকাশ করে প্রতিবাদে নেমেছেন। সবার উচিত তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সড়কে নেমে পড়া।’

ad

পাঠকের মতামত