303485

বাংলাদেশ-ভারত ম্যাচে: ৮৫ হাজার টিকেট বিক্রি

আগামীকাল স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কলকাতার সল্ট লেকের এই ম্যাচকে ঘিরে দুই দেশের ফুটবলপ্রেমীরা এখন নানা সমীকরণ কষতে ব্যস্ত। এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক পেজে এক পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, কলকাতা সল্ট লেক স্টেডিয়ামের ৮৫ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।

এদিকে মাঠের খেলার আগে কথার লড়াইয়ে নেমেছেন ফুটবলাররা। পিছিয়ে নেই বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। ভরা মাঠে ভারতের হৃদয় ভাঙতে চান বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

কলকাতায় খেলা হওয়ায় ফুটবলপ্রেমী বাঙালিদের মাঝে নতুন জাগরণ দেখা দিয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ পয়েন্ট টেবিলে তলানিতে। দুই ম্যাচে কোনো জয়ের দেখা নেই। নেই ড্রও।

তাই বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের চোখ এখন তাই ভারতের দিকে। অন্যদিকে ভারত বুঁদ হয়ে আছে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্নে। কাতারকে রুখে দেয়ায় স্বপ্নের পালে লেগেছে বাড়তি হাওয়া। বিভিন্ন উপাদান মিলিয়ে ফুটবলপাড়ায় প্রধান খবর এখন এ ম্যাচকে ঘিরে।

ad

পাঠকের মতামত