303031

তসলিমার শিবলিঙ্গ পুজায় সমস্যা নেই, যত সমস্যা আবরারের নামাজ পড়া নিয়ে : আসিফ নজরুল

বুয়েট শিক্ষার্থী ফাহাদ হোসেন আবরার হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেছিলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আবরারের নামাজ পড়া নিয়ে কটুক্তি করে একটি ফেবসুক স্ট্যাটাসে তিনি বলেছিলেন, আবরারের কার্যকলাম শিবিরকর্মীর মত।” তার সেই স্ট্যাটাসের প্রত্যুত্তর দিয়েছেন অধ্যাপক ড. আসিফ নজরুল।

এক ফেসবুক স্ট্যাটাসে আবরারকে নিয়ে তসলিমার স্ট্যাটাসের যথপোযুক্ত জবাব দিয়েছেন তিনি। দি বাংলাদেশ টুডে’র পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো –

তসলিমা নাসরিনের শিবলিঙ্গ পুজোয় সমস্যা নাই, সমস্যা আছে আবরারের নামাজ পড়া নিয়ে। এই বিকারগ্রস্থ মহিলাকে নিয়ে কখনো লিখিনি আমি। কিন্তু তার একথার উল্লেখ প্রয়োজন হলো এটা বলতে যে বাংলাদেশের বহু ছদ্মবেশী সেক্যুলারের আসল চেহারা তসলিমার মতো।কেউ আল্লাহ লিখলে তাদের সমস্যা হয়, ভগবান বা ঈম্বর লিখলে ঠিক আছে। আরো কতো কিছু!

অথচ সেক্যুলার মানে হচ্ছে সব ধর্ম সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা অথবা কোন ধর্ম সম্পর্কেই বিরূপ মন্তব্য না করা।

যারা একচোখা হয়ে শুধু একটা ধর্মে সমস্যা খোজে তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক ও মানবতার শত্রু।

তসলিমা নাসরিনের শিবলিঙ্গ পুজোয় সমস্যা নাই, সমস্যা আছে আবরারের নামাজ পড়া নিয়ে। এই বিকারগ্রস্থ মহিলাকে নিয়ে কখনো লিখিনি…

Posted by Dr. Asif Nazrul on Thursday, 10 October 2019

ad

পাঠকের মতামত