302602

ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না: ওবায়দুল কাদের

ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারাই অপরাধী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ যে-ই করুক না কেন, আইন নিজস্ব গতিতে চলবে, অপরাধীদের খুঁজে বের করা হবে। ভিন্নমত থাকলেই কাউকে পিটিয়ে মারা যায় না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের এক তলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে।

ad

পাঠকের মতামত