292216

বিশ্বের যেখানে সন্ত্রাসবাদ, সেখানেই রয়েছে ইসরাইলের হাত : হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উৎস বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম। তিনি বলেছেন, বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদ সেখানেই ইসরাইলের হাত রয়েছে। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকেই তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বৈরুতে ইমাম মাহদি (আ.) বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ও দখলদারিত্বে মার্কিন সমর্থনের প্রতি ইঙ্গিত করে নায়িম কাসেম বলেন, ইসরাইলের আগ্রাসন, দখলদারিত্ব ও হত্যা-নির্যাতনের প্রতি কোনো মানুষ সমর্থন জানাতে পারে না। এ সময় তিনি ১৯৯৬ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসনের কথা তুলে ধরেন। হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেন, ১৯৯৬ সালের বিজয়ের পর শত্রুরা হিজবুল্লাহর শক্তি-সামর্থ্য সম্পর্কে বার্তা পেয়েছে এবং তারা তা মেনেও নিয়েছে। এরপর ২০০০ ও ২০০৬ সালেও বিজয় এসেছে।

তিনি বলেন, মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞায় আমরা ভীত নই। তাদের এসব তৎপরতা কেবল আমাদের মানসিক শক্তি ও দৃঢ়তাই বাড়িয়ে তোলে। যত কঠিন পরিস্থিতিই আসুক প্রতিরোধ সংগ্রামীরা কখনোই সত্য ও ন্যায়ের পথ পরিত্যাগ করবে না বলে তিনি ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত