292351

অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারীসহ ইউপি সদস্য আটক

ভিজিডি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাথরুমে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় মহিলাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে গ্রামবাসী। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী লম্পট ওই ইউপি সদস্যকে গণধোলাই দিয়ে থানায় দিয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।আটককৃত ইউপি সদস্যের নাম আশরাফ হোসেন। তিনি বিশমুড়ি চাঁদেরহাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবেও কর্মরত রয়েছেন।

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবু জানান, ৮নং ওয়ার্ড সদস্য আশরাফ হোসেন একই ওয়ার্ডের স্বামী পরিত্যক্তা মঞ্জুআরা বেগমকে (৩২) বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্জন অফিসের বাথরুমে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে গেলে তাদের হাতেনাতে আটক করে।

স্থানীয় একটি সূত্র জানায়, একটি মহল কতিপয় হলুদ সাংবাদিকের সহায়তা নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জোর প্রচেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। ঘটনার দিন রাতে সদর থানা পুলিশ লম্পট ইউপি সদস্য আশরাফ হোসেন ও ওই মহিলাকে থানায় নিয়ে আসে।অভিযোগ উঠেছে, ওই ইউপি সদস্য দীর্ঘ দিন ধরে ভিজিডি, ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে এলাকার অসহায় নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।

ad

পাঠকের মতামত