289841

যুদ্ধ এড়াতে নেতাদের পায়ে চুমু খেলেন পোপ

ডেস্ক রিপোর্ট।। গৃহযুদ্ধে বিপর্যস্ত দক্ষিণ সুদান আবারও যেন সংঘর্ষে না জড়ায়, সেজন্য দেশটির প্রেসিডেন্ট ও বিরোধীদলের নেতাদের পায়ে মাথা ফেলে চুমু খেলেন পোপ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) পোপের দেশ ভ্যাটিকান সিটিতে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সফরে যান আফ্রিকার এই নবীনতম দেশটির নেতারা। অনুষ্ঠানের শেষদিন এই কাণ্ড ঘটান তিনি। পোপ ফ্রান্সিস বাইবেল স্পর্শ করে তাদের শপথ নেন। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও বিরোধীদলীয় নেতা রিক মাচারের হাত ধরে পোপ তার বুকে স্থাপন করেন এবং বলেন, শান্তিতে অবস্থান বজায় রাখুন।

পোপ তাদের উদাত্ত আহবান জানিয়ে বলেন, আপনাদের মধ্যে যে বিরোধ রয়েছে, যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে তা অফিসের মধ্যে সীমাবদ্ধ রাখুন। প্রায় দুই দশকের রক্তাক্ত লড়াইয়ের পর ২০১১ সালের ৯ জুলাই স্বাধীন হয় দক্ষিণ সুদান। তবে ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যকার দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর মধ্যে।

দুই পক্ষের সংঘর্ষে কয়েক লাখ মানুষ ইতোমধ্যে দক্ষিণ সুদানে প্রাণ হারিয়েছেন। তবে ২০১৫ সালের দিকে তাদের সম্পর্ক শীতল হয়। পোপ বিনীতভাবে দুই নেতাকে অনুরোধ করেন, যেন তারা আবারও সংঘর্ষে না জড়ান।

ad

পাঠকের মতামত