289887

ঢাবিতে কনসার্ট উপলক্ষে লাগানো ব্যানার ফেস্টুন ভাঙচুর-আগুন

নিউজ ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আগুন ধরিয়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। এ নিয়ে ঢাবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ স্থানে আগামীকাল এবং ১৪ এপ্রিল বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সেখানে উপস্থিত হয়।

ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসও উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি ঢাকা কলেজের একদল শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের সূত্র ধরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য বা কেউ হতাহত হয় নি। আয়োজকরা জানিয়েছেন, আগামীকালের কনসার্ট এবং পহেলা বৈশাখের কনসার্ট যথাসময়েই অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত