262702

১৬টি অবাক করা গোপন বিষয় সানি লিওনের

বিনোদন েডস্ক।। কানাডিয়ান পর্নোস্টার থেকে বলিউড স্টারে পরিণত হওয়া সানি লিওনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন না এমন লোক খুব কমই আছেন! তারপরও হয়ত পাঠকের কাছে তার অনেক বিষয়ই অজানা রয়ে গেছে। তার সম্পর্কে অজানা, মজাদার ও স্ক্যান্ডালময় ১৬টি তথ্য পাঠকের সামনে তুলে ধরা হল— ১. ২০০৮ সালে কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে দীর্ঘ সময় ডেট করেন সানি। ২. সানি লিওন জানিয়েছিলেন, তিনি পুরুষদের চেয়ে নারীদের বেশি পছন্দ করেন। ৩. যুক্তরাষ্ট্রে থাকাকালীন ক্যালিফোর্নিয়ার একটি সকার লিগের দলে খেলেন তিনি।

৪. বলিউডে পদার্পণের মাধ্যমে ভারতের তামিল ফিল্ম ইন্ড্রাস্টিজেরও সদস্যে পরিণত হয়েছেন সানি। বিশ্বের দুই প্রান্ত— কানাডা থেকে তামিল; অর্থাৎ ‘সানির সূর্য (সান) অস্ত যায় না’। ৫. টুইটার এ্যাকাউন্ট খোলার মাত্র দুইদিনেই ৮ হাজার অনুসারী পান সানি! শুধু তাই নয়, গুগলে তাকে এতবার খোঁজা হচ্ছে যে এটাকে ‘বিস্ময়কর’ বলেই মানছে সার্চ ইঞ্জিনটি। ৬. সানির ভাষায়, ১৮ বছর বয়সে তিনি নর-নারী উভয়ের সঙ্গে দৈহিক মিলনের আকর্ষণ অনুভব করেন।

৭. প্রথম ভারতীয় ও দক্ষিণ এশীয় হিসেবে ২০০১ সালে ‘পেন্থাউজ পেট’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হন তিনি। ৮. তিনিই প্রথম পর্নোস্টার, যিনি বলিউডে তার আসন পাকা করে নিয়েছেন। ৯. সানি জানান, পেন্থাউজের কভার-অব-দ্য-ইয়ার নির্বাচিত ও এক লাখ মার্কিন ডলার অর্জনের পর বাবা-মায়ের কাছে পর্নোস্টার হওয়ার বাসনা ব্যক্ত করেন তিনি। ১০. একটি সাধারণ পাঞ্জাবি পরিবারেই বেড়ে উঠেন সানি। ছোটবেলায় তিনি অন্যান্যদের মতোই হিন্দি সিনেমা দেখতেন। ১১. এ পর্যন্ত ৪২টি পর্নোমুভির সঙ্গে জড়িত হয়েছেন তিনি। এর মধ্যে অভিনয় করেছেন ৪১টিতে।

১২. ২০১০ সালে ম্যাক্সিমের করা বিশ্বের সেরা ১২ পর্নোস্টারের তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। ১৩. একটি জার্মান বেকারিতে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন সানি। ১৪. পর্নো ইন্ড্রাট্রিতে ক্যারিয়ার শুরুর সময় চুক্তিতে সানি উল্লেখ করেছিলেন, তিনি শুধু নারীদের সঙ্গেই অভিনয় করবেন। ১৫. প্লেবয় এন্টারপ্রাইজের মার্কেটিং বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গেও সম্পর্ক ছিল সানির। ১৬. ভারতীয় টেলিভিশনে রিয়েলিটি শো বিগ বস-৫ এ অংশগ্রহণের মাধ্যমে দেশটির মিডিয়া জগতে অভিষেক ঘটে সানির। ওই অনুষ্ঠানে ভারতীয়রা তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করে! তথ্যসূত্র : স্টোরি এ্যালার্ট।

ad

পাঠকের মতামত