263006

বাংলাদেশের সময় অনুযায়ী ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ৩০ মে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।লিগপর্বে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলো মুখোমুখি হবে সেমিফাইনালে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে তিনটায় এবং সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বিশ্বকাপের সময়সূচি-তারিখ ম্যাচ ভেন্যু সময়-৩০ মে ইংল্যান্ড-দ.আফ্রিকা দ্যা ওভার বিকাল ৩.৩০⊗ ৩১ মে উইন্ডিজ-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ বিকাল ৩.৩০⊗ ১ জুন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ বিকাল ৩.৩০⊗ ১ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়া ব্রিস্টল‌ সন্ধ্যা ৬.৩০⊗ ২ জুন দ.আফ্রিকা-বাংলাদেশ দ্যা ওভাল বিকাল ৩.৩০ ⊗ ৩ জুন ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্ট ব্রিজ বিকাল ৩.৩০⊗ ৪ জুন আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ বিকাল ৩.৩০⊗ ৫ জুন দক্ষিণ আফ্রিকা-ভারত হ্যাম্পশায়ার বিকাল ৩.৩০ ⊗৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্যা ওভাল সন্ধ্যা ৬.৩০ ⊗৬ জুন অস্ট্রেলিয়া-উইন্ডিজ ট্রেন্ট ব্রিজ বিকাল ৩.৩০

⊗ ৭ জুন পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল বিকাল ৩.৩০ ⊗৮ জুন ইংল্যান্ড-বাংলাদেশ কার্ডিফ বিকাল ৩.৩০ ⊗৮ জুন আফগানিস্তান-নিউজিল্যান্ড টাউন্টন সন্ধ্যা ৬.৩০ ⊗৯ জুন ভারত-অস্ট্রেলিয়া দ্যা ওভাল বিকাল ৩.৩০ ⊗১০ জুন দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ হ্যাম্পশায়ার বিকাল ৩.৩০ ⊗১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল বিকাল ৩.৩০ ⊗১২ জুন অস্ট্রেলিয়া-পাকিস্তান টাউন্টন বিকাল ৩.৩০ ⊗১৩ জুন ভারত-নিউজিল্যান্ড ট্রেন্ট ব্রিজ বিকাল ৩.৩০ ⊗১৪ জুন ইংল্যান্ড-উইন্ডিজ হ্যাম্পশায়ার বিকাল ৩.৩০ ⊗ ১৫ জুন শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দ্যা ওভাল বিকাল ৩.৩০ ⊗১৫ জুন দ.আফ্রিকা-আফগানিস্তান কার্ডিফ সন্ধ্যা ৬.৩০

⊗ ১৬ জুন ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড বিকাল ৩.৩০ ১৭ জুন ইউন্ডিজ-বাংলাদেশ টাউন্টন বিকাল ৩.৩০ ১৮ জুন ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ড ট্রাফোর্ড বিকাল ৩.৩০ ১৯ জুন নিউজিল্যান্ড-দ.আফ্রিকা এজবাস্টন বিকাল ৩.৩০ ২০ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেন্ট ব্রিজ বিকাল ৩.৩০ ২১ জুন ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি বিকাল ৩.৩০ ২২ জুন ভারত-আফগানিস্তান হ্যাম্পশায়ার বিকাল ৩.৩০ ২২ জুন উইন্ডিজ-নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড সন্ধ্যা ৬.৩০ ২৩ জুন পাকিস্তান-দ. আফ্রিকা লর্ডস বিকাল ৩.৩০ ২৪ জুন বাংলাদেশ-আফগানিস্তান হ্যাম্পশায়ার ৩.৩০ ২৫ জুন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস বিকাল ৩.৩০ ২৬ জুন নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন বিকাল ৩.৩০ ২৭ জুন উইন্ডিজ-ভারত ওল্ড ট্রাফোর্ড বিকাল ৩.৩০ ২৮ জুন শ্রীলঙ্কা-দ.আফ্রিকা ডারহাম বিকাল ৩.৩০

২৯ জুন পাকিস্তান-আফগানিস্তান হেডিংলি বিকাল ৩.৩০ ২৯ জুন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস সন্ধ্যা ৬.৩০ ৩০ জুন ইংল্যান্ড-ভারত এজবাস্টন বিকাল ৩.৩০ ১ জুলাই শ্রীলঙ্কা-উইন্ডিজ ডারহাম বিকাল ৩.৩০ ২ জুলাই বাংলাদেশ-ভারত এজবাস্টন বিকাল ৩.৩০ ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ডারহাম বিকাল ৩.৩০ ৪ জুলাই আফগানিস্তান-উইন্ডিজ হেডিংলি বিকাল ৩.৩০ ৫ জুলাই পাকিস্তান-বাংলাদেশ লর্ডস বিকাল ৩.৩০ ৬ জুলাই শ্রীলঙ্কা-ভারত হেডিংলি বিকাল ৩.৩০ ৬ জুলাই অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড সন্ধ্যা ৬.৩০

সেমিফাইনাল- ৯ জুলাই প্রথম দল-চতুর্থ দল ওল্ড ট্রাফোর্ড বিকাল ৩.৩০ ⊗ ১১ জুলাই দ্বিতীয় দল-তৃতীয় দল এজবাস্টন বিকাল ৩.৩০ ফাইনাল- ১৪ জুলাই সেমির দুই জয়ী দল লর্ডস বিকাল ৩.৩০

ad

পাঠকের মতামত