262643

খাঁটি গাওয়া ঘি তৈরি হচ্ছে পাম অয়েল ও ফেবিকলে!

নিউজ ডেস্ক।। চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় দুটি কারখানায় মিলেছে তৈরি করা ক্ষতিকারক ঘি। পাম অয়েল, সুজি, ক্ষতিকারক রং ও ফেবিকল গাম একত্রে চুলায় জাল দিয়ে তার সঙ্গে ফ্লেবার মিশিয়ে এ ঘি তৈরী করা হয়। চক্রটি ভাড়া বাসা নিয়ে নামি-দামি কোম্পানির মোড়ক লাগিয়ে অত্যাধুনিক মেশিনে টিনের কৌটায় এ ঘি তৈরী করে হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বাজারজাত করে আসছিলো।

মঙ্গলবার খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় দুই হাজার ৭ শ’ লিটার ভেজাল ঘি,৭০ কেজি ডালডা ও সাড়ে ৬ হাজার কৌটা, ৫০ কেজি ক্ষতিকারক কেমিক্যাল, রং ও ঘি তৈরির বিভিন্ন ভেজাল সরঞ্জাম জব্দ করে। এ সময় কারখানার সঙ্গে জড়িত কাউকে খুজে পাওয়া যায় নি।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এ ধরনের অভিযান আরো চলবে। খাদ্যে ভেজাল মেশানো বন্ধে অভিযান আর জোরদার করা হচ্ছে।

ad

পাঠকের মতামত