260485

বিষাক্ত মদ পানে ভারতে ২৯ জনের মৃত্যু,গুরুতর ৪২

ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ৪২ জন।কর্তৃপক্ষ জানায়, বিষাক্ত মিথানলযুক্ত মদ পান করায় উত্তর প্রদেশের কুশিনগরে ১১ জন এবং শাহারানপুরে ১৮ জনের মৃত্যু হয়। স্থানীয় একটি উৎসবে মদ পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও পার্শ্ববর্তী আরেক রাজ্য উত্তরাখণ্ডেও ভেজাল মদপানের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ভেজাল মদ বিক্রি এবং সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে দুই রাজ্য থেকে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার।

ad

পাঠকের মতামত