251599

এবার মিরাজের কাছে ধরাশায়ী তামিমের কুমিল্লা

চলতি বিপিএলে ‘জায়ান্ট কিলার’ হিসেবেই যেনো আবির্ভূত হলো রাজশাহী কিংস। টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে তাদের কথা কেউই তেমন একটা আলোচনা না করলেও, মাঠের খেলা শুরু হতেই একের পর এক চমক উপহার দিচ্ছে তরুণ মেহেদি হাসান মিরাজের দল।টুর্নামেন্ট শুরুর আগেই ২১ বছর বয়সী মেহেদি মিরাজকে অধিনায়কের দায়িত্ব সঁপে দিয়ে বড় চমক দিয়েছিল রাজশাহী। সে চমকের ধারাবাহিকতা যেনো মাঠেও বজায় রেখেছে তারা। আগের আসরের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসকে হারানোর পর এবার গতবারের তৃতীয় হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও জয় তুলে নিয়েছে রাজশাহী।

আজ (সোমবার) লরি ইভান্সের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজশাহী। তারকাসমৃদ্ধ কুমিল্লার জন্য এ লক্ষ্য খুব বেশি কঠিন না হলেও নিয়ন্ত্রিত বোলিং করে তাদের আটকে রেখেছে রাজশাহীর বোলাররা।শেষপর্যন্ত ১০ বল বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয়ে গিয়েছে ইমরুল কায়েসের দল। কুমিল্লাকে ৩৮ রানের ব্যবধানে হারিয়ে এবারের আসরে নিজেদের চতুর্থ জয়টি তুলে নিয়েছে মেহেদি মিরাজের রাজশাহী।

ad

পাঠকের মতামত