251255

ভিডিওটি দেখার পর আর কোনদিন প্লেনে উঠতে চাইবেন না আপনি (ভিডিও)

দেখেন কিছু বিমান দুর্ঘটনা যা আপনার মনে ভয় ধরিয়ে দিবে

https://www.youtube.com/watch?v=N39IhF_bAec

অন্যরা যা পড়ছে….‘পুরুষাঙ্গের মাপ দেখেই ফুটবলার বাছাই করি’শুধু পোশাক বিতর্ক নয়, নগ্নতার কারণেও সেলিব্রেটিরা সবসময় সংবাদের শিরোনামে থাকেন। এখানেই শেষ নয়, অনেক সময় তাদের মুখের বাক্যও সমালোচনাকে ছাপিয়ে যায়। এবার ঝড় তুলেছেন জার্মানির এক নারী কোচ। সম্প্রতি এক প্রশ্নের জবাবে তিনি যে উত্তর দিয়েছেন তা সবকিছুকেই ছাপিয়ে গেছে।ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ঝড় তোলা ওই নারী কোচের নাম ইমকে উবেনহর্স্ট। গত ডিসেম্বরে প্রথম নারী জার্মান কোচ হিসেবে নজির গড়েছেন জার্মানির পঞ্চম ডিভিশনের ক্লাব বিভি ক্লোপ্পেনবার্গ টিমের এই কোচ। তবে তাকে কোচ করে আনার পরে প্রশ্নের ঝড় উঠেছে।

ইমকে উবেনহর্স্ট কোচ হয়ে আসার দিনকয়েক পরেই এক সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘আপনি ড্রেসিং রুমে প্রবেশ করলে কি ফুটবলারদের প্যান্ট পরতে বলবেন?’ এর পরেই মোক্ষম জবাব দেন ইমকে। আর তা নিয়ে কম লেখালেখি হয়নি। সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্যঙ্গ করে ইমকে বলেন, ‘আমি পেশাদার কোচ। পুরুষাঙ্গের মাপ দেখেই টিমে ফুটবলার বাছাই করি।’লিঙ্গ বৈষম্যমূলক প্রশ্নের সামনে ইমকে যে এই প্রথমবার পড়তে হয়েছে এমন নয়। ২০১৪ সালে সুইডেনের নারী ফুটবল দলের ম্যানেজার পিয়া সুন্ধাগে-কেও একই প্রশ্নের সামনে পড়তে হয়েছিল।পিয়াকে প্রশ্ন করা হয়েছিল, একজন নারীর পক্ষে কি পুরুষ দলকে কোচিং করানো যায়? জবাবে তিনি বলেছিলেন, ‘অ্যাঞ্জেলা মার্কেল তো গোটা একটা দেশ চালনা করেন।’ তবে ইমকের জবাব সবকিছুকে ছাপিয়ে গেছে।

ad

পাঠকের মতামত