247893

কাজী হায়াৎ’র মৃত্যু নিয়ে গুজব

বিনোদন ডেস্ক।। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াৎ এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বুধবার সন্ধ্যায় ঢাকাই চলচ্চিত্রের গুনী এই নির্মাতার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব দাবি করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে কিছুক্ষণের মধ্যে এনজিওগ্রাম করা হবে তার। এছাড়া কাজী হায়াৎ এর ছেলে কাজী মারুফ তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্লিজ কোনো অপপ্রচার চালাবেন না। আমার বাবা ভালো আছেন।’

প্রসঙ্গত, গত বছরের মার্চে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ। সম্প্রতি আবারো অসুস্থ বোধ করছিলেন তিনি। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় তার। এরপর গত বছরের জানুয়ারিতে আবারো হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১০ লাখ টাকা অনুদান দেন। উৎস: বাংলাদেশ জার্নাল

 

ad

পাঠকের মতামত