248178

এবার বাজারে আনছে গিয়ারহীন ইলেকট্রিক মোটরসাইকেল!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেল জগতের বিখ্যাত নাম হার্লি ডেভিডসন। খ্যাতিমান এ মার্কিন প্রতিষ্ঠানটি এবার বাজারে আনছে গিয়ারহীন ইলেকট্রিক মোটরসাইকেল। লাসভেগাছে চলমান কনজ্যুমার ইলেকট্রনিক শোতে এর প্রি-অর্ডার নেয়া হচ্ছে। হার্লি ডেভিডসন বিশ্বব্যাপী মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিখ্যাত ব্রান্ড। ১৯০৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হার্লি ডেভিডসন। ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও ভারতে হার্লি ডেভিডসনের কারখানা রয়েছে।

প্রতিষ্ঠানটি নতুন যে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আনছে তার দাম ধরা হয়েছে ২৯ হাজার ৭৯৯ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লাখ টাকা। আগামী আগস্ট থেকে বাইকটি হস্তান্তর শুরু হবে। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘টেসলা’র বৈদ্যুতিক গাড়ির কারণে হার্লির এই মোটরসাইকেলকে বলা হচ্ছে ‘টেসলা অব মোটরসাইকেল’।

নতুন এ বাইকটি শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সময় লাগে মাত্র ৩ সেকেন্ড। একবার পূর্ণ চার্জ দিলে চলে ৫৫ মাইল। ঘণ্টায় সর্বোচ্ছ ১১০ বাইল গতিতে ছুটতে পারবে এটি। বাইকটিতে কোনো গিয়ার নেই। থ্রটল ঘোরালেই এটি চলতে শুরু করবে। বিশেষ ফিচার হিসেবে বাইকটিতে রয়েছে, কালার টিএফটি ডিসপ্লে, ব্লু-টুথ কানেকটিভিটি, নেভিগেশন, মিউজিকসহ একাধিক নোটিফিকেশন সুবিধা।

ad

পাঠকের মতামত