247182

বিকালে নতুন মন্ত্রিসভার শপথ

নিউজ ডেস্ক।। আজ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা শপথ। এদিন বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবার সরকার গঠন করে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে তিনি সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পান রাষ্ট্রপতির কাছ থেকে। এর আগে বৃহস্পতিবার সকালে দলের নির্বাচিত অন্যান্য সাংসদদের সঙ্গে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে তাকেই সংসদ নেতা হিসেবে মনোনীত করা হয়।

নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ৪৭ জনের সবাই আওয়ামী লীগের দলীয় নেতা এবং তাদের ৪৪ জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য। বাকি তিনজন স্থান পেয়েছেন টেকনোক্র্যাট কোটায়। নতুন মন্ত্রিসভার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী। তাদের নাম ও দফতর চূড়ান্ত করে গতকাল রবিবার তা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে তাদের সবাইকে ফোন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বিকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর বণ্টনের তথ্য প্রকাশ করেন। অতীতের রেওয়াজ ভেঙে এবারই প্রথম শপথ নেওয়ার এক দিন আগে মন্ত্রিসভার সদস্য ও তাদের দফতর বণ্টনের বিষয়টি প্রকাশ করা হলো।

ad

পাঠকের মতামত