243220

ফোনে ভোট চাইছেন ‘আল্লাহর কাছে বিচার চাওয়া’ সেই নেতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ-৩ আসনের (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ভোটারদের কাছে মোবাইল ফোনে ভোট চাচ্ছেন।আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের মোবাইলে অডিও বার্তা পাঠানো হচ্ছে।সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ সাড়া ফেলেন বিএনপি নেতা আবদুল হাই। ওই ভিডিওতে দলের সমর্থকদের সঙ্গে মোনাজাত করার সময় ‘আল্লাহর কাছে বিচার’ চান তিনি।মুন্সীগঞ্জ-৩ আসনের একাধিক ভোটার জানান, সকাল থেকেই ভোটারদের কাছে মোবাইলে অডিও বার্তার মাধ্যমে ভোট চেয়েছেন ধানের শীষের এই প্রার্থী।

অডিও বার্তায় ভোটারদের সালাম দিয়ে আবদুল হাই বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত পাঁচবারের সাবেক সংসদ সদস্য আমি। এলাকার উন্নয়নের জন্য ৩০ তারিখ নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া চাই।’আবদুল হাই বলেন, ‘এখনো রাতে বিএনপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনী নামলে পরিস্থিতি শান্ত হবে ভেবেছিলাম। কিন্তু, তা হয়নি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারছি না। বাধা দেওয়া হচ্ছে। তাই চেয়েছি ভোটারদের কাছে অত্যন্ত একটি মোবাইল কলের মাধ্যমে বার্তাটুকু পৌঁছাক।’বিএনপি নেতা আবদুল হাই ধানের শীষ প্রতীকে মুন্সীগঞ্জ-৪ আসনে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৫, ১৯৯৬ ও ২০০১ সালে পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরবর্তীতে মুন্সীগঞ্জে আসন পুনর্বিন্যাস করা হলে মুন্সীগঞ্জ-৪ আসনটি বিলুপ্ত হয়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে ধানের শীষ থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সানজিদা খানমের কাছে পরাজিত হন আবদুল হাই।

ad

পাঠকের মতামত