241526

জোনায়েদ সাকির ফেসবুক পেইজ হ্যাকড

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা-১২ আসনে এমপি প্রার্থী জোনায়েদ সাকির ফেসবুক, ইমেইল অ্যাকাউন্ট ও গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড করা হয়।এ ঘটনার নিন্দা ও অবিলম্বে হ্যাকারদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জোনায়েদ সাকি। শনিবার সকালে গার্মেন্ট শ্রমিক সংহতির সভায় তিনি এসব দাবি জানান। এদিকে, সংগঠনের সভাপতি তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন বাবু ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামাও এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।বিবৃতিতে বলা হয়, জনগণের সঙ্গে যোগাযোগের সুযোগ কেড়ে নিতে চায় সরকার দলীয়রা। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না করে একদিকে মাঠের প্রচারণায় হামলা করেই সরকারি দল ক্ষান্ত হয়নি, তারা এখন অফ লাইন অনলাইন সব প্রচারণাতেই বাধা সৃষ্টি করছে।

গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা শেরেবাংলা নগর এলাকায় কোদাল মার্কার অফিস ভাংচুরের নিন্দা জানান। হামলাকারী সরকারি দলের সমর্থকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা। তারা বলেন, প্রচারণায় বাধা, নেতাকর্মীদের ওপর হামলা করে প্রচারণার কাজে ভীতি সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করতে হবে।

ad

পাঠকের মতামত