193319

অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে আহত ৩০

হঠাৎ ব্রেকফেল করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ি। গাড়িতে তিনি ছিলেন না। বড় ধরনের কোনো আঘাতের শিকার হননি। তবে আহত হয়েছেন ৩০ জনের মতো। শুক্রবার দুপুরে সিলেট মহানগরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

এই মসজিদে জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছিলেন মুসল্লিরা। তখন মসজিদের পাশের একটি মাঠ থেকে মন্ত্রীর গাড়ি নিয়ে আসছিলেন চালক। কিন্তু গাড়িটির ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়।

অর্থমন্ত্রী পড়ে গিয়ে কিছুটা আঘাত পান। শুধু এতটুকুই। তবে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সিলেটের কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন যে হঠাৎ করে গাড়িটি ব্রেকফেল করে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ad

পাঠকের মতামত