191902

আখেরি মুনাজাত আগামীকাল বেলা ১১টায়, মধ্যরাত থেকে বন্ধ থাকবে যেসব রাস্তা

আজ টঙ্গীর বিশ্ব ইজতেমার শেষ দিন। আগামীকাল হেদায়েতি বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে ২০১৮ সালের ইজতেমার প্রথম পর্ব।

আগামীকাল রোববার বেলা ১১টায় আখেরি মুনাজাত হওয়ার কথা রয়েছে। হেদায়েতি বয়ান করবেন মাওলানা আবদুল মতনি ও দোয়া পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ যুবায়ের।

ইজতেমা শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো বাংলাদেশি আলেমরা হেদায়েতি বয়ান ও দোয়া পরিচালনা করবেন।

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত উপলক্ষ্যে বিশেষ বিশেষ রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এজন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

চারদিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

ad

পাঠকের মতামত