363422

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

ডেস্ক রিপোর্ট।। ছয়বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্যরা। তবে এর ফলে সংকট-বিধ্বস্ত দেশটিতে নতুন করে আরও বিক্ষোভ শুরু হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বুধবার (২০ জুলাই) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়েছেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। আল-জাজিরা

ভোটে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তিনজনের মধ্যে। তারা হলেন- ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা অনুরা কুমারা দেশনায়েক ও এমপি ডালাস আলাহাপ্পেরুমা। এ সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আলজাজিরা

উল্লেখ্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে সাধারণ নাগরিকরা মেনে নিতে রাজী নন। কলম্বোতে বিক্ষোভ আয়োজনের নেতা দুমিন্দা নাগামুয়া বলেছেন, রনিল বিক্রমাসিংহে যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। অন্য বিক্ষোভকারীরা বলছেন, বিক্রমাসিংহে হলো রাজাপাকসে পরিবারের মিত্র। তারা দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য দায়ি। এজন্য সাধারণ নাগরিকদের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে এমপি ডালাস আলাহাপ্পেরুমা অনেক বেশি গ্রহণযোগ্য।

অন্যদিকে শ্রীলঙ্কার এমপিদের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক পোস্ট হচ্ছে। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশের আইজিপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াবা আবেওয়ার্দেনা। ডেইলি মিরর

 

ad

পাঠকের মতামত