ঢাবিতে সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের জমজ বোন, সফলতার যতো মিল
নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্কুল শিক্ষক আমিনুল হক ও সরকারি চাকরিজীবী লাভলী ইয়াসমিন দম্পতির ঘরে ১৯ বছর আগে জন্ম নেয় দুই জমজ অর্পা ও অর্থী।
অর্থী-অর্পা মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ২০১৮ সালে। দু’জনের জিপিএ একই ৪.৯৪। এরপর উচ্চ মাধ্যমিকেও একই বিন্দুতে অর্পা-অর্থী।
উচ্চ মাধ্যমিকেও একই ঘটনার পুনরাবৃত্তি দুই জনেই পেয়েছেন জিপিএ ৫।
মানবিক বিভাগের শিক্ষার্থী দুই বোন গত ২ অক্টোবর বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষায়। তাতেও বিস্ময়, দুই বোনেরই স্কোর ৫৩।
২০২০ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দু’জনেই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে এবং দু’জনেই সাধারণ বৃত্তিলাভ করেন।