361678

কাবুল বিমানবন্দরে শুধু ভাত পানি খেতেই খরচ ১২ হাজার টাকা

নিউজ ডেস্ক।। তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সবাই এখন দেশ ছাড়তে ভিড় করেছে বিমানবন্দরে। বিমানবন্দর ও এর আশপাশে এলাকায় খাবারের দাম এখন আকাশচুম্বী। এক বোতল পানির দাম পড়েছে ৪০ মার্কিন ডলারের মতো।

জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা। দাম আকাশচুম্বী হলেও ক্ষুধা মেটাতে বাধ্য হয়েই তা কিনতে হচ্ছে মানুষকে। মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।

ফজল-উর-রেহমান নামে এক ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল মার্কিন ডলারে বেচাকেনা চলছে। এই উচ্চ মূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

সারাদেশের আফগানদের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। তালেবানের কাবুল দখলের পর এখন পর্যন্ত প্রায় ৮৩ হাজার জনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্টের মধ্যেই ঘটিবাটিসহ আফগানিস্তান ছাড়বে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে অবশিষ্ট সেনাদেরও সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে দেশ ছাড়তে ইচ্ছুক হাজার হাজার আফগানের স্বপ্ন সফল না হওয়ার আশঙ্কা রয়েছে।

লোকজন সামলাতে হিমশিম খাচ্ছেন খোদ মার্কিন সেনারা। ৩১ আগস্টের মধ্যে বিদেশি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার শেষ সময়। হাতে সময় আছে আর মাত্র পাঁচদিন। বিদেশি নাগরিকদের বহনকারী বিমানে যেন একটু ঠাঁই হয়, তারই জোর প্রচেষ্টা দেখা যাচ্ছে সাধারণ আফগানদের মধ্যে।

 

ad

পাঠকের মতামত